আজ, ৩১’শে আগস্ট, স্থাপত্য অধিদপ্তরের সন্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তাগণের জন্য ‘লাইসেন্সড্ অটোক্যাড’ সহ অন্যান্য সফ্টওয়্যার সংক্রান্ত এডভান্স ইন-হাউজ ট্রেনিং কর্মশালা আরম্ভ হয়। কর্মশালাটি উদ্বোধন করেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি জনাব কাজী গোলাম নাসির। ৭ দিনব্যাপী সকাল ৯-০০ মিঃ হতে বিকাল ৫-০০ মিঃ পর্যন্ত উক্ত কর্মশালা অনুষ্ঠিত হবে এবং এতে অটোডেস্ক-এর অটোক্যাড, থ্রিডি স্টুডিও ম্যাক্স, রেভিট আর্কিটেকচার সহ অন্যান্য বেশ কিছু সহায়ক সফ্টওয়্যার এর পেশাদারী পর্যায়ের গুরুত্বপূর্ণ ফিচারসমূহের ডেমোন্সট্রেশন প্রদান করা হবে।